এক নজরে হামিদপুর আল-হেরা কলেজ

Gift from President

যশোর সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের পাশে মণিহার সিনেমা হল থেকে পূর্ব দিকে ২ কিলোমিটার দূরে অবস্থিত শহরের কোলাহল বর্জিত চিরসবুজ গ্রাম হামিদপুর। যশোরের ইতিহাসে এ গ্রাম এক উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। এর উত্তরে চাঁদপাড়া, দক্ষিণে সীতারামপুর, পূর্বে বাউলিয়া, কচুয়া ও রায়মানিক এবং পশ্চিমে বালিয়াডাঙ্গা গ্রাম। এ গ্রামের লোক সংখ্যা ২০০৭ সালের গণনায় ৩৭২৩ জন। স্মারণাতীত কাল থেকে এ গ্রামে হিন্দু-মুসলমান পারস্পারিক সমপ্রীতি সৌহার্দ্য পূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। সুলতানী আমলে ইসলামের প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ায় সে আমলের তৈরী অপূর্ব স্থাপত্য কলাকৌশলে নির্মিত বিখ্যাত ‌‌‌‌শাহী মসজিদ টি আজও তার সাক্ষর বহন করছে। প্রায় দু-মাইল দীর্ঘ বাওড়টি গ্রামের প্রাকৃতিক পরিবেশকে আরো মনোমুগ্ধর করেছ।