
মোঃ আঃ হাকাম
বাংলাদেশের দক্ষিণ—পশ্চিম অঞ্চলের ইতিহাস—ঐতিহ্যে সমৃদ্ধ জেলা যশোর এর অন্যতম সেরা বিদ্যাপীঠ হামিদপুর আল—হেরা কলেজ। এ কলেজের ঐতিহ্যের ধারক ও ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বন্ধুত্বের স্মৃতি স্মারক ‘সোনালি বন্ধন’ বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও প্রকাশ হওয়ায় এবং এর আহবায়কের দায়িত্ব আমার ওপর অর্পণ করায় আমি মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। এ প্রকাশনা নবীন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পথকে সুগম করে তাদের দেশপ্রেমিক নাগরিক সৃষ্টি ও সমতার দেশ গঠণে অনবদ্য ভূমিকা পালন করবে।
‘সোনালি বন্ধন’ প্রকাশনা একটি কষ্টসাধ্য ও শ্রমলব্ধ ব্যাপার। বিদায়ী ছাত্র—ছাত্রীদের কাছে যথাসময়ে এ প্রকাশনা পৌঁছে দেবার লক্ষ্যে প্রকাশনার বিভিন্ন স্তরে নিরন্তর প্রচেষ্টায় নিয়োজিত থেকেছি। এ কাজে আমাকে একান্ত ভাবে সহযোগিতা করেছেন এ কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোঃ মফিজুল ইসলাম, উপাধ্যক্ষ জনাব মোঃ সাইফুল ইসলাম তুহিন। এছাড়া কলেজ পরিচালনা পর্ষদ এর সমর্থন, সম্পাদনা পর্ষদের শ্রমনিষ্ঠা, শিক্ষক—কর্মচারী ও বিদায়ী ছাত্র—ছাত্রীদের অনুপ্রেরণায় সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
আমি ‘সোনালি বন্ধন’ ও কলেজের ধারাবাহিক সফলতা কামনা করছি।
(মোঃ আঃ হাকাম)
সহঃ অধ্যাপক ও বিভাগীয় প্রধান
অর্থনীতি বিভাগ
হামিদপুর আল—হেরা কলেজ, যশোর।