আলোকিত মানুষ, বৈষম্যহীন সমাজ ও দেশ গঠনে দক্ষিণ বঙ্গের অন্যতম সেরা বিদ্যাপীঠ হামিদপুর আল—হেরা কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে ভিন্ন ধারার প্রয়াস চালিয়ে যাচ্ছে। এ কলেজের নব—উদ্ভাবিত শিক্ষা ব্যবস্থাপনা ও সহশিক্ষা কার্যক্রম সারাদেশে প্রশংসিত হয়েছে। সমাদৃত হয়েছে সুধী মহলে।
কলেজের ঐতিহ্যের ধারক ও ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বন্ধুত্বের সেতুবন্ধন, কলেজ জীবনের স্মৃতির স্মারক ‘সোনালি বন্ধন’ নতুন আঙ্গিকে প্রকাশ হওয়া অভিনন্দনের দাবী রাখে। কলেজ জীবনের সুন্দর মুহূর্তগুলো স্মৃতিময় করে রাখতে আর শিক্ষকদের হৃদয়ের মণিকোঠায় অমলিন হয়ে থাকতে এ প্রকাশনা অনন্য অবদান রাখবে। এছাড়া মেধা মননকে শানিত করে ভবিষ্যতে নবসৃষ্টির প্রেরণা যোগাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
শ্রমলব্ধ এ মহতী উদ্যোগের সাথে সংশ্লিষ্ট কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোঃ মফিজুল ইসলামের বিশেষ অনুপ্রেরণা, ঐকান্তিক আগ্রহ ও গতিশীল দিক—নির্দেশনার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাদের নিরলস শ্রমে স্বল্প সময়ে নব আঙ্গিকে ‘সোনালি বন্ধন’ এর প্রকাশ সম্ভব হলো তাদের ধন্যবাদ জানাচ্ছি। এ ছাড়া কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষক—কর্মচারী, নবীন লেখক, বিদায়ী শিক্ষার্থীসহ সকলের প্রতি রইল আমার হৃদয় নিঃসৃত শুভেচ্ছা ও অভিনন্দন।
পরিশেষে আমি কলেজের উন্নতি ও ‘সোনালি বন্ধন’ এর ধারাবাহিক সাফল্য কামনা করছি।
(মোঃ সাইফুল ইসলাম)
উপাধ্যক্ষ
হামিদপুর আল—হেরা কলেজ, যশোর।