
মোঃ আনজুরুল হক
জীবনের সার্বিক উন্নতি ও বিকাশে শিক্ষা অপরিহার্য বিষয়, এটা গবেষণা লব্ধ ফল। মানুষের অশেষ সম্ভাবনা, সুপ্ত উদ্ভাবনী শক্তি এবং সৃজনশীল চিত্তের দ্বার উন্মোচনে শিক্ষা অনুঘটক হিসেবে কাজ করে। যথার্থ শিক্ষায় সত্য ও সুন্দরের বর্ণিল আলোর দ্যুতি ছড়িয়ে পড়ে দূর—দিগান্তে।
আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা বিস্তারে দক্ষিণ বঙ্গের অন্যতম সেরা বিদ্যাপীঠ হামিদপুর আল—হেরা কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে অনবদ্য প্রয়াস চালিয়ে যাচ্ছে। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ও মহামান্য রাষ্ট্রপতি কতৃর্ক পুরস্কার প্রাপ্ত এ কলেজের শিক্ষার্থীদের শিক্ষার অগ্রযাত্রায় অংশগ্রহণমূলক ভূমিকায় দেশ—বিদেশের মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ^বিদ্যালয় গুলোর আঙিনা পদচারণায় মুখরিত হচ্ছে। অরাজনৈতিক এ কলেজের রয়েছে ফলাফলের ঈর্ষণীয় ধারাবাহিক সফলতা। সাহিত্য—সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনেও রয়েছে প্রভূত সুনাম—সুখ্যাতি। এ কলেজের সভাপতি হিসেবে নিজেকে ধন্য ও গর্বিত মনে করছি।
কলেজের ঐতিহ্য ও ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পাবলিক পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থীদের স্মৃতির স্মারক ‘সোনালি বন্ধন’ নতুন আঙ্গিকে প্রকাশিত হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত হয়েছি। এ মহতী উদ্যোগকে অভিনন্দন জানাচ্ছি। এ প্রকাশনা শিক্ষার্থীদের মুক্তবুদ্ধি চর্চা ও সৃজনশীল প্রতিভা বিকাশে নব সৃষ্টির অনুপ্রেরণা যোগাবে। আর বিদায়ী শিক্ষার্থীদের কলেজ জীবনের ফেলে আসা মধুময় অমলিন স্মৃতির বন্ধনকে আরো সুদৃঢ় করে পরিপূর্ণ আত্মপ্রত্যয়ী মানুষ হিসেবে গড়ে তুলবে এবং একটি বৈষম্যহীন দেশ গঠনে, দেশের সামগ্রিক অগ্রগতিতে অসামান্য অবদান রাখবে বলে আমি বিশ^াস করি।
কলেজের সার্বিক কর্মকান্ড ও এর উত্তরোত্তর ধারাবাহিক সাফল্যের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন মন্ত্রী ও যশোর গড়ার কারিগর জনাব তরিকুল ইসলাম, কলেজ প্রতিষ্ঠাতা ১২নং ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোকাদ্দেস হোসেন বাবু, প্রতিষ্ঠাতা সভাপতি জনাব অধ্যাপক মুন্সী মোঃ বদরুদোজ্জা, হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের তৎকালীন প্রাক্তন প্রধান শিক্ষক জনাব আঃ মালেক গাজী এবং প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আজগর আলী গাজী, বিশিষ্ট ব্যবসায়ী ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য জনাব মোঃ আব্দুর রহমান গাজী, বিশিষ্ট সমাজসেবক মোঃ রবিউল আওয়াল (রবি) এবং মোঃ মোফাজ্জেল হোসেন শিকদার এর অবদান অনস্বীকার্য।
এ প্রকাশনা একটি শ্রমলদ্ধ প্রয়াস। এ মহতী প্রচেষ্টায় সাথে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, কলেজ পরিচালনা পর্ষদ, সম্পাদনা পর্ষদ, শিক্ষক—কর্মচারী, শুভানুধ্যায়ী, নবীনলেখক, বিদায়ী শিক্ষার্থীসহ সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
কলেজের সাফল্যের ধারা অব্যাহত থাকুক এবং ‘সোনালি বন্ধন’ প্রকাশনা ভবিষ্যতে আরো সুন্দর ও আকর্ষণীয় হোক এ কামনা করছি।
মোঃ আনজুরুল হক
সভাপতি
হামিদপুর আল—হেরা কলেজ, যশোর ও
সাবেক চেয়ারম্যান
১২নং ফতেপুর ইউনিয়ন পরিষদ, যশোর।