
মোঃ মফিজুল ইসলাম
সময়ের পরিক্রমায় এবং অমোঘ নিয়মে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হামিদপুর আল—হেরা কলেজ সাফল্য ও গৌরবের ৩১ বছর অতিক্রম করেছে। আলোকিত মানুষ, শিক্ষিত জাতির পথ—নির্দেশনায় এ কলেজটি যুগপোযোগী আধুনিক শিক্ষা বিস্তারে অনবদ্য ভূমিকা পালন করে ইতিহাস সৃষ্টি করেছে। কলেজটিতে বিভিন্ন বিষয়ে ডিগ্রি পাস ও অনার্স কোর্স চালু থাকায় উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হয়েছে। এ কলেজের নিজস্ব নিয়ম—কানুন, ব্যতিক্রমধমীর্ শিক্ষা ব্যবস্থাপনা যশোরের পরিমন্ডল পেরিয়ে সারা দেশে উচ্ছ্বসিত প্রশংসা পেয়ে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেছে। এ কলেজের শিক্ষার্থীরা দেশে—বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রেখে কলেজের গৌরব ও ঐতিহ্যের স্বাক্ষর রেখে চলেছে।
কলেজের ঐতিহ্য ও ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কলেজ জীবনের বন্ধুত্বের স্মৃতি স্মরণিকা ‘সোনালি বন্ধন’ নব আঙ্গিকে, নব প্রচ্ছদে প্রকাশ করতে পেরে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। এ প্রকাশনা কলেজের বিদায়ী ছাত্র—ছাত্রীদের আনন্দঘন জীবনের প্রতিটি মুহূর্ত, শিক্ষক—শিক্ষার্থীর অন্তরঙ্গ মেলবন্ধন সবার অন্তরে বিশেষভাবে রেখাপাত করবে। এছাড়া উচ্চশিক্ষার যে কোন ক্ষেত্রে বিশেষ অনুপ্রেরণা হয়ে দেশপ্রেমে উজ্জীবিত ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা কাক্সিক্ষত সাফল্য অর্জন করে কলেজের সুনাম ও ঐতিহ্য অব্যাহত রাখার পাশাপাশি তাদের পিতা—মাতাসহ সকলের সম্মান সমুন্নত রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
‘সোনালি বন্ধন’ প্রকাশের শুভক্ষণে বাণী প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর চেয়ারম্যান মহোদয়, জেলা প্রশাসক— যশোর ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির প্রতি। এছাড়া কলেজের উপাধ্যক্ষ জনাব মোঃ সাইফুল ইসলাম তুহিনের সার্বক্ষণিক তাগিদ, কার্যকরী ভূমিকা এবং শিক্ষক প্রতিনিধিদের উৎসাহে এ প্রকাশনার প্রকাশকে গতিশীল করেছে। এজন্য সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভকামনা ও অভিনন্দন।
কলেজের সার্বিক উন্নতি ও ধারাবাহিক সাফল্যের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন মন্ত্রী ও যশোর গড়ার কারিগর জনাব তরিকুল ইসলাম, কলেজ প্রতিষ্ঠাতা ১২নং ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোকাদ্দেস হোসেন বাবু, প্রতিষ্ঠাতা সভাপতি জনাব অধ্যাপক মুন্সী মোঃ বদরুদোজ্জা, হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের তৎকালীন প্রাক্তন প্রধান শিক্ষক জনাব আঃ মালেক গাজী এবং প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আজগর আলী গাজী, বিশিষ্ট ব্যবসায়ী ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য জনাব মোঃ আব্দুর রহমান গাজী, বিশিষ্ট সমাজসেবক মোঃ রবিউল আওয়াল (রবি) এবং মোঃ মোফাজ্জেল হোসেন শিকদার এর অবদান অনস্বীকার্য।
যাদের হৃদয়বৃত্তির অমৃত রসে সিক্ত হয়েছে এ প্রকাশনার অঙ্গ সৌষ্ঠব ও নান্দনিক শিল্প সৌকর্য, সেই কোমলমতি ছাত্র—ছাত্রী, বিদায়ী শিক্ষার্থী এবং যাদের আন্তরিক প্রচেষ্টা ও পৃষ্ঠপোষকতায় ‘সোনালি বন্ধন’— ২০২৫ স্বল্প সময়ে প্রকাশিত হলো, সেই সম্পাদনা পর্ষদ, গুণী কলেজ পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।
কলেজের উত্তরোত্তর উন্নতি এবং ‘সোনালি বন্ধন’ প্রকাশনার ধারাবাহিক সফলতা কামনা করছি।
(মোঃ মফিজুল ইসলাম)
অধ্যক্ষ
হামিদপুর আল—হেরা কলেজ, যশোর।