কলেজের নিয়মাবলি

#কলেজের নিয়মাবলী

বিশ্বজগতের সব বিছুর মধ্যেই নিয়মরয়েছে। এই নিয়মানুবর্তিতার কারণেই পৃথিবী এত মায়াময়, এত অনন্ত সৌন্দর্যে পরিজূর্ণ। আমাদের এ বিদ্যা নিকেতনটি তার কাঙ্ক্ষিত ফলাফলের জন্য যশোরের পরিমন্ডল পেরিয়ে যে সুনাম সুখ্যাতি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে, তা এই নিয়মানূবর্তিতার কারণেই।

১। শ্রেণী কক্ষে শিক্ষার্থীর আচারণঃ

(ক) শিক্ষক শ্রেণী কক্ষে প্রবেশ করা মাত্রই শিক্ষার্থীগণ দাঁড়িয়ে তাকে সম্নান প্রদর্শণ করবে এবং সকল প্রকার কথা ও গোলমাল বন্ধ থাকবে।

(খ) ক্লাস চলাকালে বিশেয় প্রয়োজন ছাড়া শ্রেণী কক্ষের বাইরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং শ্রেণী শিক্ষকের অনুমতি ছাড়া কেউ শ্রেণী কক্ষে প্রবেশ করতে পারবে না।

(গ) ক্লাস শুরুর ৫ মিনিটের মধ্যে ক্লাসে উপস্থিত না হলে যেকোন ছাত্র-ছত্রী অনুপস্থিত বলে গণ্য হবে এবং হাজিরা খাতায় তাকে অনুপস্থিত বলে চিহ্নিত করা হবে।

২। ক্লাসে উপস্থিতির বাধ্যতামূলক হারঃ

প্রতিটি ছাত্র-ছাত্রীর শতকরা ১০০ টি ক্লাসেই যোগদান করা আবশ্যক। অনিবর্য কারণ ছাড়া বা অসুস্থ না হলে ক্লাসে অনুপস্থিত গ্রহণযোগ্য নয়। আমরা মরে করি একজন ছাত্র বা ছাত্রীর সততা ও পড়াশুনার আগ্রহ বিশেষ ভাবে প্রকাশ পায় তার ক্লাসে উপস্থিত রেকর্ড়ের মাধ্যে। এ কলেজের ছাদ্র-ছাত্রীর পরীক্ষার ক্ষেত্রে অসুস্থতার অজুহাত গ্রহণযোগ্য নয়।

(ক) বোর্ডের নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থী কমপক্ষে শতকরা ৭৫ টি ক্লাসে যোগদান করলে উচ্চ মাধ্যমিক বা ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুমোদন পেতে পারে।

(খ) শতকরা ৮৫ টি ক্লাসে যোগদান করতে কোন ছাত্র-ছাত্রী ব্যর্থ হলে তাকে নন-কলেজিয়েট হিসেবে গণ্য করা হবে এবং নির্ধারিত হারে জরিমানা প্রদান সাপেক্ষে বোর্ড পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দেয়া যেতে পাবে।