উপাধ্যক্ষের বাণী

**উপাধ্যক্ষের বাণী**

Vice Principalঅপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। এ দেশের সনামধন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকাল থেকেই স্বীয় উদ্যোগে জ্ঞানের দ্যুতিময় আলোকবর্তিকা বিকিরণ করে যাচ্ছে। সে ধারায় দক্ষিণ বঙ্গের সেরা বিদ্যাপীঠ হামিদপুর আল-হেরা কলেজ, যশোরের রয়েছে গৌরবময় ঐতিহ্যের বর্ণিল ইতিহাস। আধুনিক জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে কলেজটি ঈর্ষণীয় সাফল্য অর্জন করে যশোরের পরিমন্ডল পেরিয়ে সারাদেশের শিক্ষা ব্যবস্থা ও সহশিক্ষা কার্যক্রমের ইতিহাসকে সমৃদ্ধ করে চলেছে।

আমি বিশেষভাবে আনন্দিত হয়েছি ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের কলেজ জীবনের স্মৃতির স্মারক, বন্ধুত্বের সেতু বন্ধন ‘সোনালি স্মৃতি’ প্রকাশ হওয়ার জন্য। এ স্মরণিকা তাদের আনন্দঘন স্মৃতিগুলো ধারন করে ভবিষ্যতে অনুপ্রেরণা যোগাবে এবং দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করবে বলে আমার বিশ্বাস।

এ মহতী উদ্যোগে কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোঃ মফিজুল ইসলাম এর অনুপ্রেরণা, ঐকান্তিক প্রচেষ্টা ও গতিশীল দিকনির্দেশনার জন্য তাঁর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জানাচ্ছি, যাদের নিরলস শ্রমে স্বল্প সময়ে ‘সোনালি স্মৃতি’র প্রকাশ সম্ভব হলো। এছাড়া কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষক-কর্মচারিসহ বিদায়ী শিক্ষার্থীদের প্রতি রইল আমার হৃদয় নিঃসৃত শুভ কামনা ও অভিনন্দন।

আমি ‘সোনালি স্মৃতির’ ধারাবাহিক সাফল্য কামনা করছি।

 

Vice Principal Signature

(মোঃ সাইফুল ইসলাম তুহিন)
উপাধ্যক্ষ
হামিদপুর আল-হেরা কলেজ, যশোর।